ডিএমপি নিউজঃ বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে গত কয়েক বছর ধরে শীর্ষস্থানে রয়েছেন তিনি।
ফোর্বস ম্যাগাজিনের এ বছরের শীর্ষ ১০০ সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকায় নাম উঠল এ জনপ্রিয় অভিনেতার।
সম্প্রতি ফোর্বস প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, ২০২০ সালে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ১০০ অভিনেতার তালিকায় অক্ষয়ের স্থান ৫২তম। তালিকাটিতে একমাত্র ভারতীয় হিসেবে স্থান পেয়েছেন তিনি।
প্রতিবেদনটিতে অক্ষয়ের বার্ষিক আয় দেখানো হয়েছে ৪৮.৫ মিলিয়ন ডলার বা ৩৫৬ কোটি রুপি।
করোনার এই মহামারীতেও বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অক্ষয় কুমার। যার মধ্যে রয়েছে ‘বচ্চন পান্ডে’ এবং ‘বেল বটম’র মতো সিনেমা। এই দুটি সিনেমার জন্য প্রায় ১৩ মিলিয়ন ডলার পাচ্ছেন অক্ষয়।
দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘লক্ষ্মী ’। মুক্তির আগে সমালোচনা হলেও মুক্তির পর দর্শকের কাছে বেশ প্রশংসিত হয়েছে সিনেমাটি।