ফ্রান্সে ‘ইয়োলো ভেস্ট’ সংকটের প্রেক্ষাপটে দেশে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার টেলিভিশনে প্রচারিত জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি দেশের জন্য অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেন।
গত শনিবার রাজধানী প্যারিসে চ্যাম্পস এলিসি এভিনিউতে বিক্ষোভকারীদের ওপর পুলিশ স্টান গ্রেনেড, জল কামান ও কাঁদানে গ্যাস ছুড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংষর্ষের পর কমপক্ষে চার শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এ পর্যন্ত এ বিক্ষোভে দুইজন নিহত ও পুলিশ সদস্যসহ শতাধিক মানুষ আহত হয়েছেন।
নিরাপত্তা প্রধানের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট বিক্ষোভকারীদেরকে আলোচনার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে ১৯৬৮ সালের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে এতবড় অরাজকতার ঘটনা আর ঘটেনি। চলমান এই বিক্ষোভে গোটা দেশে কয়েক লাখ মানুষ অংশ নিয়েছেন।
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে জি-২০ সম্মেলন শেষে রোববার সকালে দেশে ফিরে সোজা ঘটনাস্থল পরিদর্শনে যান প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।