লিভারপুল থেকে ফ্রি ট্রান্সফারে জর্জিনিও উইনালডামকে দলে ভিড়িয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। ৩ বছরের চুক্তিতে এই ডাচ মিডফিল্ডারকে দলে নিয়েছে ক্লাবটি। মাঠ মাতাতে এখন থেকে নেইমার-এমবাপ্পেদের সঙ্গে তাকেও দেখা যাবে।
তাকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি। নিজেদের অফসিয়াল টুইটার অ্যাকাউন্টে ১৫ সেকেন্ডের এক ভিডিও দিয়ে উইনালডামকে স্বাগত জানায় ফরাসি জায়ান্টরা।
উইনালডামকে দলে ভেড়ানোর জন্য মুখিয়ে ছিল বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। শেষ পর্যন্ত ফরাসি ক্লাবটির কাছে হার মানতে হয়।
পিএসজিতে যোগ দেওয়া নিয়ে উইনালডাম বলেন, ‘পিএসজিতে যোগ দেওয়া আমার জন্য নতুন চ্যালেঞ্জ। আমি ইউরোপের একটি সেরা ক্লাবে যাচ্ছি। আমি প্রতিজ্ঞাবদ্ধ আমার আকাঙ্ক্ষা অনুযায়ী খেলতে।’