মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় এক শিশুসহ নিহত হয়েছেন তিন জন। গতকাল বৃহস্পতিবার (১০ জুন) অঙ্গরাজ্যটির একটি মুদি দোকানে এই হামলার ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
ফ্লোরিডার মিয়ামি থেকে ১৩০ কিলোমিটার উত্তরে রয়্যাল পাম বিচে অবস্থিত পাবলিক্স গ্রোসারি স্টোর নামে একটি মুদি দোকানে এই হামলা ও হতাহতের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
পাম বিচ কাউন্টির শেরিফের কার্যালয় জানিয়েছে, ‘কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনের মৃতদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং অন্যজন শিশু। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে।’
শেরিফের কার্যালয় অবশ্য নিহতদের বিষয়ে এবং হামলার কারণ নিয়ে কোনো তথ্য জানায়নি। সাম্প্রতিক সময়ে দক্ষিণ ফ্লোরিডায় বন্দুক হামলার এটাই সর্বশেষ ঘটনা। এর আগে রবিবার মিয়ামির একটি গ্রাজুয়েশন পার্টিতে বন্দুক হামলার ঘটনায় ৩ নিহত এবং আরও ৫ জন আহত হয়েছিলেন।