যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনের সংস্কার বিল পাশ করেছে সিনেট। আর এতে ক্ষিপ্ত হয়ে সরকারের বিরুদ্ধে মামলা করেছে দেশটির অস্ত্র বিক্রেতাদের সংগঠন ন্যাশনাল রাইফেলস এসোসিয়েশন (এনআরএ)।
ফ্লোরিডা সিনেটে বিলটি পাস হওয়ার পর শুক্রবার তাতে স্বাক্ষর করেন ফ্লোরিডার গভর্ণর রিক স্কট। এরপর এনআরএ সরকারের বিরুদ্ধে মামলা করে। মামলায় অভিযোগ আনা হয়, সরকার মার্কিন সংবিধানকে লংঘন করেছেন। কারণ সংবিধানে সবাইকে অস্ত্র রাখার অনুমতি দেওয়া হয়েছে।
কিন্তু ফ্লোরিডার নতুন আইনে ক্রেতাদের বয়স অন্তত ১৮ থেকে ২১ বছর হতে হবে। এছাড়া আরো কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এসোসিয়েশন এসব বিধিনিষেধ স্থগিত করতে আদালতের কাছে আবেদন জানিয়েছে। বিবিসি