ডিএমপি নিউজঃ রাজধানীর বংশাল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি ব্র্যান্ডের ভেজাল শিশু প্রসাধনীসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ ফারুক হাওলাদার ও রনি হাওলাদার।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে-
১) Johnson’s baby oil-100ml, মোট ১৫০ পিস
২) Johnson’s baby shampo 100g, মোট ১০ কাটুনে ৭২০ পিস
৩) PRO FIBER Whitening body lotion 350ml, মোট ২০ পিস
8) PURE WHITE Body Lotion ViP Whitening Cream 250ml, ৪০ পিস
৫) PURE WHITE Body Lotion ViP 250 ml, ২৫ পিস
৬) Cosmic Girl WHITENING LOTION 250 ml, ২৫ পিস
৭) Head & shoulders anti-dandruff shampoo + conditioner 200 ml, ৬ পিস
৮) FOGG NAPOLEON FRAGRANCE BODY SPRAY 120 …
বংশালে দেশি-বিদেশি ব্র্যান্ডের ভেজাল শিশু প্রসাধনীসহ গ্রেফতার দুই
ডিএমপি নিউজঃ রাজধানীর বংশাল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি ব্র্যান্ডের ভেজাল শিশু প্রসাধনীসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ ফারুক হাওলাদার ও রনি হাওলাদার।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে-
১) Johnson’s baby oil-100ml, মোট ১৫০ পিস
২) Johnson’s baby shampo 100g, মোট ১০ কাটুনে ৭২০ পিস
৩) PRO I FIBER Whitening Body Lotion 350ml, মোট ২০ পিস
8) PURE WHITE Body Lotion ViP Whitening Cream 250ml, ৪০ পিস
৫) PURE WHITE Body Lotion ViP 250 ml, ২৫ পিস
৬) Cosmic Girl WHITENING LOTION ORGINAL 250 ml, ২৫ পিস
৭) head & shoulders anti-dandruff shampoo + conditioner 200 ml, ৬ পিস
৮) FOGG NAPOLEON FRAGRANCE BODY SPRAY 120 ml, ৬০ পিস
৯) AXE BODY SPRAY BLACK 150ml, ১০ পিস
১০) Blue lady POUR FEMME DEODORANT BODY SPRAY 200 ml, ০৮ পিস
১১) HAVOC DEODORANT SPRAY 200 ml, ১২ পিস
১২) NIVEA MEN SILVER PROTECT ANTIBACTERIAL QUICK DRY 150 ml, ১৮ পিস
১৩) Johnson’s baby powder- 100g এর কাগজের বিভিন্ন স্টিকার ৩০০টি উদ্ধারমূলে জব্দ করা হয়।
ভেজাল প্রসাধনী উদ্ধার সম্পর্কে গোয়েন্দা লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান বিপিএম (বার), পিপিএম ডিএমপি নিউজকে বলেন, বুধবার (৮ জুন ২০২২) ঢাকা মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সূত্রে জানা যায় বংশালের লুৎফর রহমান লেনের সুরিটোলার একটি বাসায় অবৈধভাবে ভেজাল শিশু প্রসাধনী লোশন ও শ্যাম্পু তৈরি করছে। এমন তথ্যের ভিত্তিতে ঐ দিন দুপুর ০২:৪৫ টায় অভিযান পরিচালনা করে নকল শিশু প্রসাধনীসহ ফারুক ও রনিকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত ফারুক হাওলাদার অবৈধভাবে স্থাপিত কারখানার মালিক ও রনি হাওলাদার ম্যানেজার। এ ভেজাল বেবী লোশন, অয়েল, ক্রিম, শ্যাম্পু ইত্যাদি তৈরি ও বিক্রয়ের জন্য মজুদ রাখার কোন কাগজপত্র তারা দেখাতে পারেনি। এমনকি তাদের কারখানায় কোন কেমিস্ট ও ল্যাবরেটরির সন্ধান পাওয়া যায় নাই।
মানব দেহের জন্য ক্ষতিকর দেশি-বিদেশি বিভিন্ন ব্যান্ডের নামে এসব ভেজাল প্রসাধনী ঢাকা মহানগরসহ সমগ্র দেশে তারা বিক্রয় করে আসছে বলে জানান ডিবি কর্মকর্তা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে উল্লেখ করে ডিবি কর্মকর্তা বলেন, একই অপরাধে মোঃ ফারুক হাওলাদার ইতিপূর্বে ভ্রাম্যমান আদালত কর্তৃক সাজা প্রাপ্ত হয়েছিল।