ডিএমপি নিউজ: বংশালের কায়টুলীর আব্দুল হাদি লেনের একটি নকল বৈদ্যুতিক তারের কারখানায় অভিযান পরিচালনা করে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার(১১ ফেব্রুয়ারি ২০২০) বেলা ১২ টা থেকে তিনটা পর্যন্ত ওই অবৈধ নকল তার তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও বংশাল থানা পুলিশ।
অভিযানে নকল বৈদ্যুতিক তার তৈরি করে নামী-দামী বিভিন্ন ব্রান্ডের নকল মোড়ক লাগানোর অভিযোগে ওই কারখানার মালিক ফারুক(২৬) কে দুই লক্ষ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমান আদালত।