ডিএমপি নিউজ: রাজধানীর বংশালে ভেজাল ফেস ওয়াস তৈরির সময় ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) বংশাল থানা পুলিশ।
বংশাল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির বিপিএম ডিএমপি নিউজকে জানান, ৯ মার্চ, ২০২০খ্রি. সোমবার নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ইন্সপেক্টর অপারেশনের নেতৃত্বে ২৭ নং আলী নেকী দেউরীর একটি বাসায় বিকাল সাড়ে তিন টায় অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি দল।
এ সময় সেলুনে ব্যবহারযোগ্য ভেজাল ফেস ওয়াস তৈরির সময় মালিক মোস্তাফা(৫২) কর্মচারী তানজিত(১৮), মনির হোসেন(২০) ও আবিদ হোসেন(২০) নামের ৪ জনকে আটক করা হয় ।
অভিযানে নেতৃত্ব দেওয়া বংশাল থানার ইন্সপেক্টর অপারেশন মোহাম্মদ আবুল কালাম ভূ্ঞা ডিএমপি নিউজকে বলেন, এ সময় তাদের তৈরি করা বিভিন্ন সাইজের ৩৯০ কৌটা সেলুনে ব্যবহারযোগ্য ভেজাল ফেস ওয়াস ও কাঁচামাল উদ্ধার করা হয়।