ডিএমপি নিউজঃ দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (লালবাগ) বিভাগ ।
গ্রেফতারকৃতের নাম মোঃ মোর্শেদুল ইসলাম ওরফে মোর্শেদ (২২)।
গোয়েন্দা (লালবাগ) বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস ডিএমপি নিউজকে জানান, ০৯ জুলাই, ২০২০ সন্ধ্যায় বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোর্শেদের বিরুদ্ধে বংশাল থানায় একটি মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।