ডিএমপি নিউজঃ রাজধানীর বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৬৯০০ পিস ইয়াবাসহ ০৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- লাল মিয়া(২৯), মোঃ জাকির হোসেন(৩৫), মো: ইসমাইল(৫৮) ও মো: মাহবুব আলম(২৬)।
অভিযানে নেতৃত্বে দেওয়া গোয়েন্দা লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিমের অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুর রহমান আজাদ ডিএমপি নিউজকে বলেন, ১৭ আগস্ট, ২০২০ (সোমবার) ৬.১৫ টায় বংশাল থানার ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের সামনে কক্সবাজার হতে আসা শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিযে তাদের গ্রেফতার করে কোতয়ালী জোনাল টিম।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করার জন্য নিয়ে আসছিল।
এ সংক্রান্তে বংশাল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।