ডিএমপি নিউজঃ করোনাভাইরাস প্রতিরোধে নাগরিকদের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচির আয়োজন করল ঢাকা মেট্রোপলিটন পুলিশের বংশাল থানা।
আজ সোমবার (২২ মার্চ) সকাল ১১.০০ টা থেকে ৩.০০ টা পর্যন্ত করোনা মোকাবেলায় জনসাধারণকে সচেতন, উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত করার পদক্ষেপ হিসেবে বংশাল থানা এলাকায় মাস্ক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
বংশাল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির বিপিএম, পুলিশ পরিদর্শক(অপারেশন) সহ সকল বিট ইনচার্জ মাস্ক বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। এ সময় বংশাল থানার বাবুবাজার ব্রীজ এবং ফুলবাড়ীয়া এলাকায় পথচারী, দোকানদার ও পরিবহন যাত্রীদের মাঝে মাক্স বিতরণ করা হয়।
মাক্স বিতরণের পাশাপাশি হ্যান্ড মাইকের মাধ্যমে জনসাধারনকে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। এছাড়া বংশাল থানা এলাকায় অবস্থিত বিভিন্ন মার্কেটে হ্যান্ড সেনিটাইজার, মাস্ক ও জীবাণুনাশক টানেল স্থাপন করার জন্য ব্রিফিং প্রদান করা হয়।