মোবাইলপ্রেমীদের জন্যে সুখবর! এই বছরেই প্রকাশ্যে আসতে চলেছে স্যামসং গ্যালাক্সি-এক্স (samsung galaxy x)। স্যামসংয়ের নয়া এই স্মার্টফোন ঘিরে তৈরি হয়েছিল নানারকম গুজব।
তবে এখন জানা গিয়েছে, স্যামসং মোবাইলপ্রেমীদের জন্যে রেখেছে বেশ কিছু চমক। যেমন ডিভাইসটির পর্দা ভাঁজ হয়ে যাবে। আর ভাঁজ খুলে বড় পর্দায় ট্যাবলেটের মতো ব্যবহার করা যাবে। যা মোবাইল ব্যবহারের ক্ষেত্রে অন্যরকম স্বাদ দেবে।
গত কয়েক বছর ধরে গ্যালাক্সি এক্স নামের এই ডিভাইসটি নিয়ে কাজ করে আসছে স্যামসং। কিন্তু কখনই মোবাইলটির বাজারে আসার তারিখ নিশ্চিত করা হয়নি।
তবে, এই বছরেই samsung galaxy x বাজারে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে স্যামসং। বলা হচ্ছে নতুন এই স্মার্টফোনটি বইয়ের মতো ভাঁজ করে রাখা যাবে। আর একই সঙ্গে স্মার্টফোন ও ট্যাবলেটের মতো ব্যবহার করা যাবে ডিভাইসটি।