ডিএমপি নিউজঃ প্রতিবছরের ন্যায় এবারও বাংলা একাডেমী কর্তৃক আয়োজিত অমর একুশে বই মেলার নিশ্ছিদ্র ও কঠোর নিরাপত্তা দিবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বই মেলার নিরাপত্তা নিয়ে নিরাপত্তা সংশয়ের কোন কারণ নেই। নগরবাসীর নিরাপত্তায় সবসময় ডিএমপি আপনাদের পাশে থাকবে বলে জানান ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম।
আজ ৩১ জানুয়ারি বেলা ১১ টায় অমর একুশে বইমেলাকে ঘিরে ডিএমপি কর্তৃক গৃহিত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে এসে সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমের সামনে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
বই মেলার গৃহিত নিরাপত্তা সম্পর্কে কমিশনার বলেন, বাংলা একাডেমী, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে প্রতিবছরই অমর একুশে বইমেলার আয়োজন করে বাংলা একাডেমী কর্তৃপক্ষ। ফেব্রুয়ারি মাস জুড়ে বাংলা একাডেমী ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে চলবে এই অমর একুশে বইমেলা। বইমেলার ভেতরে ও বাহিরে পর্যাপ্ত সংখ্যক সাদা পোষাকে ও ইউনিফর্মে পুলিশ ডিউটিতে নিয়োজিত থাকবে। স্ট্যান্ডবাই থাকবে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড। শাহবাগ, বকশি বাজার, নীলক্ষেত ও দোয়েল চত্ত্বর ঘিরে থাকবে পুলিশের বহিঃবেষ্টনী নিরাপত্তা বলয়। বাংলা একাডেমী ও সোহরাওয়ার্দী উদ্যানে থাকবে আন্তঃবেষ্টনী নিরাপত্তা ব্যবস্থা। উভয় বই মেলা চত্ত্বর ও তার আশপাশ সিসিটিভির আওতায় আনা হয়েছে। মেলা প্রাঙ্গনের কন্ট্রোল রুম থেকে মেলার ভেতরে ও চারপাশে সার্বক্ষণিক সিসিটিভি দিয়ে পর্যবেক্ষন করা হবে। ইভটিজিং, অনাকাঙ্খিত ঘটনা , ছিনতাই ও পকেটমার প্রতিরোধে থাকবে পুলিশের বিশেষ টিম।
তিনি বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানে বইমেলাকে ঘিরে রয়েছে একাধিক ওয়াচ টাওয়ার। নিবির তদারকির মধ্য দিয়ে লেখক, প্রকাশক, পাঠক ও বই প্রেমী দর্শনার্থীদের নিরাপত্তা দেয়া হবে। অগ্নিনির্বাপণের জন্য থাকবে ফায়ার টেন্ডার ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। সেই সাথে প্রতিটি বইয়ের স্টলে অগ্নি নির্বাপণ যন্ত্র রাখতে হবে। দোয়েল চত্ত্বর থেকে টিএসসি চত্ত্বর পর্যন্ত কোন গাড়ি চলাচল করতে দেয়া হবে না। শুধুমাত্র বাংলা একাডেমী কর্তৃক প্রদত্ত স্টিকারযুক্ত গাড়ি প্রবেশ করতে পারবে। এই এলাকায় কোন প্রকার হকার বা ভ্রাম্যমান দোকান প্রবেশ করতে পারবে না।
কমিশনার বলেন- যাতে করে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য মেলায় প্রবেশ ও বাহিরের জন্য থাকবে আলাদা গেইট। প্রত্যেক দর্শনার্থীকে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দ্বারা তল্লাশীর মাধ্যমে মেলায় প্রবেশ করতে হবে। এছাড়াও মেলা প্রাঙ্গনে থাকবে পুলিশ ব্লাড ব্যাংক ও শিশুদের জন্য ফিডিং কক্ষ, লস্ট এন্ড ফাউন্ড সেন্টার। প্রতিবারের ন্যায় এবারও দর্শনার্থীদের বিনামূল্যে বিশুদ্ধ পানি খাওয়াবে ডিএমপি ।
তিনি আরো বলেন, যদি কোন লেখক ও প্রকাশকের বিশেষ নিরাপত্তার প্রয়োজন হয় তাহলে মেলায় স্থাপিত পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করলে তাদের নিরাপত্তা প্রদান করা হবে। অমর একুশে বইমেলায় ধর্মীয় ও সাম্প্রদায়িক চেতনায় আঘাত করে এমন কোন বই প্রকাশকরা বইমেলায় আনতে পারবেন না। যেকোন নতুন বই মেলায় আসলে বাংলা একাডেমী তা যাচাই বাছাই করে দেখবেন। যাতে করে কোন বই ধর্মীয়, সামাজিক ও জাতীয় মূল্যবোধে আঘাত না করতে পারে।
নগরবাসীকে অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বই মেলায় প্রবেশের ক্ষেত্রে দর্শনার্থীকে প্রতিটি জায়গায় পুলিশের তল্লাশীর মধ্যদিয়ে আসতে হবে। নিরাপত্তার স্বার্থে পুলিশের তল্লাশী কাজে সহযোগিতা করার জন্য নগরবাসীকে অনুরোধ জানান ডিএমপি কমিশনার।