ডিএমপি নিউজ: এপিবিএন-৪, নিশিন্দারা, বগুড়া’র একটি অপারেশনাল টিম ১৮ জুলাই বেলা পৌনে দুইটার দিকে বগুড়া জেলার সদর থানার নামাজগড় এলাকায় অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শাকিল (১৯)কে গ্রেফতার করে।
অন্যদিকে এপিবিএন-৪ গত ১৭ জুলাই’১৭ বেলা ২টা ৩০ মিনিটের সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানার নাগরকান্দী হাতিবান্ধা মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০.০২ গ্রাম হেরোইনসহ মোছাঃ সুন্দরী বেগম (৪২) কে গ্রেফতার করে। এ সংক্রান্তে বগুড়া জেলার শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।