রংপুরের তিস্তা নদীর দুর্গম চরে জেএমবির আস্তানায় অভিযান চালিয়ে ৪ জেএমবি নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও চাকু উদ্ধার করা হয়েছে। পুলিশ হেডকোয়াটার্সের ইণ্টেলিজেন্স শাখা, রংপুর ও লালমনিরহাট জেলা পুলিশের সহায়তায় বগুড়া জেলার গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
আজ ৩০ জুলাই, ২০১৮ তারিখ সোমবার দুপুরে বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ তার কার্যালয়ে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে এই সব তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃত জঙ্গিরা হলো, পুরাতন জেএমবির রংপুর জেলার দাওয়াহ বিভাগের প্রধান আজহারুল ইসলাম ওরফে ওয়ানুর, গঙ্গাচরা থানার দাওয়া বিভাগের প্রধান আকরামুজ্জামান ওরফে মুকুল, রংপুর জেলার ইছাবা (সামরিক) সদস্য ফারুক ওরফে সাজু ও রংপুর জেলার ইছাবা (সামরিক সদস্য) আব্দুল হাকিম ওরফে মিলন।
পুলিশ তাদের কাছ থেকে একটি একে-২২ রাইফেল, ২টি বিদেশী পিস্তল, ২টি পিস্তলের ম্যাগাজিন, একটি একে-২২ রাইফেলের ম্যাগাজিন, ১৫ রাউন্ড একে-২২ রাইফেলের গুলি, ২টি চাকু ও নগদ ৫৫ হাজার টাকা উদ্ধার করেছে।
জঙ্গিরা ওই আস্তায় গোপন বৈঠক করছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে পুলিশ চারজনকে গ্রেফতার করলেও ৪/৫ জন জঙ্গি সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক জঙ্গিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।