ডিএমপি নিউজ: বাংলাদেশ পুলিশের বৃহত্তম ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) এর নবনিযুক্ত কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম দায়িত্ব গ্রহণ করে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপনের পর তিনি রাজারবাগ পুলিশ স্মৃতি সৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে বেলা তিনটায় বিদায়ী কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) এর নিকট থেকে আনুষ্ঠনিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।