বিদ্যুৎ , জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বঙ্গবন্ধুর সোনারবাংলা প্রতিষ্ঠায় প্রকৌশলীদের পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন। রোববার রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শাখা’র উদ্যোগে ‘জাতীয় শোক দিবস’ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌ. খালেদ মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কেন্দ্রিয় কমিটির সভাপতি অধ্যাপক ড. প্রকৌ. মো. হাবিবুর রহমান ও সাধারন সম্পাদক প্রকৌ. মো. নুরুজ্জামান ।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত, সম্মৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। প্রকৌশলীদের আগামীর বাংলাদেশ কীরূপ হবে তা ভেবে এখনি পরিকল্পনা নিতে হবে। সাহস ও মমতা নিয়ে কাজ করলে নির্ধারিত সময়ের পূর্বেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।