ডিএমপি নিউজঃ ১৭ মার্চ ২০১৯ রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে। সকাল পৌনে ৯টায় মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহিঃবিভাগে বিনামূল্য চিকিৎসা সেবা উদ্বোধন করবেন ভার্সিটির ভিসি প্রফেসর ডাঃ কনক কান্তি বড়ুয়া।
এইবার বিশেষজ্ঞ চিকিৎসা সেবা ছাড়াও বিভিন্ন ধরনের ডায়াগোনষ্টিক পরীক্ষা নিরীক্ষা ফ্রি করানো হবে। এই লক্ষ্যে বাপক প্রস্তুতি চলছে। সকাল থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত বিনামূলে চিকিৎসা সেবা দেয়া হবে। দিবস উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বি ব্লকের বঙ্গবন্ধুর ম্যূরালের সামনে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হবে।