ডিএমপি নিউজঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃক কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আজ বুধবার (১৬ আগস্ট) বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম(বার), পিপিএম; সভাপতি হিসেবে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম(বার), পিপিএম ও মুখ্য আলোচক হিসেবে বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
কুইজ প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে (তিন থেকে আট বছর) যৌথভাবে প্রথম হয়েছেন রওশন আমিন ও আবরার ফাইয়াজ দাইয়ান, যৌথভাবে দ্বিতীয় হয়েছেন ফারজাদ মুহতাসিম হাসান ও গোলাম রব্বানী লাবীব এবং তৃতীয় হয়েছেন দীপান্বিতা নন্দী। ‘খ’ গ্রুপে (৯ থেকে ১৩ বছর) প্রথম হয়েছেন সালমান আহমেদ মাহী, দ্বিতীয় হয়েছেন কাজী মোঃ সাদিক হাসান ও তৃতীয় হয়েছেন মোছাঃ মনিরা খাতুন। ‘গ’ গ্রুপে (১৪ থেকে ১৮ বছর) প্রথম হয়েছেন নওমিন আকন ইফতি, যৌথভাবে দ্বিতীয় হয়েছেন ফাহমিদা আক্তার লামিয়া ও রেদুয়ান উদ্দিন এবং তৃতীয় হয়েছেন মোঃ নাঈম হাসান।
রচনা প্রতিযোগিতায় এস পি হতে তদূর্ধ্ব কর্মকর্তাদের মধ্যে প্রথম হয়েছেন ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সুলতানা ইশরাত জাহান, দ্বিতীয় হয়েছেন পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম ও তৃতীয় হয়েছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ইমরান আহম্মেদ পিপিএম। এসআই/সার্জেন্ট হতে ইন্সপেক্টরদের মধ্যে প্রথম হয়েছেন ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, দিনাজপুরের এসআই বিপ্লবী বেগম, দ্বিতীয় হয়েছেন কিশোরগঞ্জ পুলিশ সুপরের কার্যালয় এর এসআই সামিউল ইসলাম ও ডিএমপির সার্জেন্ট নিগার সুলতানা। কনস্টেবল হতে এএসআইদের মধ্যে প্রথম হয়েছেন হবিগঞ্জ জেলার কনস্টবল মোহাম্মদ আব্দুর রহমান কুটই, দ্বিতীয় হয়েছেন ঢাকা রেলওয়ে জেলার কনস্টবল ফয়সাল আহমেদ ও তৃতীয় হয়েছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের-৫ এর নারী কনস্টবল মোছাঃ জান্নাতুল ফেরদৌস।
সিভিল স্টাফদের মধ্যে প্রথম হয়েছেন পুলিশ রেশন স্টোর, কিশোরগঞ্জ এর বিক্রয় সহকারী মোঃ দিদার হোসেন, যৌথভাবে দ্বিতীয় হয়েছেন ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সিরাজ আহমেদ ও এসবির হিসাব সহকারী মোঃ সজিব মিয়া এবং জয়পুরহাট পুলিশ সুপার কার্যালয়ের সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোঃ মশিউর রহমান।
কবিতা আবৃত্তি ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে গোলাম রব্বানী লাবিব, দ্বিতীয় হয়েছেন ইশায়াত ইয়েশিম চৌধুরী ও তৃতীয় হয়েছেন নূরে আবিদ।
বঙ্গবন্ধুর গল্প বলা ‘খ’ গ্রুপে প্রথম হয়েছে মোঃ আলভী হাসান, দ্বিতীয় হয়েছেন ইন্দ্রনীল হালদার ও তৃতীয় হয়েছেন নূরে মাসুদ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘ক’ গ্রুপে প্রথম হয়েছেন মোঃ সাঈদ আল নাহিদ, দ্বিতীয় হয়েছেন জাযিব আহমেদ ও তৃতীয় হয়েছেন কানিজ ফাতেমা।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘খ’ গ্রুপে প্রথম হয়েছেন নাজিফা মালিয়াত হক, দ্বিতীয় হয়েছেন সাইয়্যেদ মুহাম্মদ রাকীন সালেহ ও তৃতীয় হয়েছেন লাম-ইয়া জাহান।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘গ’ গ্রুপে প্রথম হয়েছেন সুমাইয়া ইয়াসমিন, দ্বিতীয় হয়েছেন ইরিনা ইউসুফ ভূমিকা ও তৃতীয় হয়েছেন সামিয়া জান্নাত।