ডিএমপি নিউজঃ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন প্রজন্মকে ধারণা দিতে পুলিশ সদস্যদের বাচ্চাদের নিয়ে আজ এক অনুষ্ঠান আয়োজন করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
বুধবার (১০ মার্চ, ২০২১) সকাল ১১ টায় রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থিত পুরাতন পুনাক ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী জীশান মীর্জা।
এ সময়ে পুনাক সভানেত্রী জীশান মীর্জা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুলিশ সদস্যদের বাচ্চাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। আগত জাতীয় শিশু দিবসের তাৎপর্য ও জাতির পিতার বাচ্চাদের সান্নিধ্যে সময় কাটানোর বিষয়ে তিনি বাচ্চাদের অবগত করেন। সবশেষে বাচ্চাদের নিজেদের লেখাপড়ার উপরে জোর প্রদানও করতে বলেন।
এরপর মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে উপস্থিত পুলিশ সদস্যের বাচ্চাদেরকে রাজারবাগ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরিয়ে দেখানো হয় এবং তাদের মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিশেষ ধারণা প্রদান করা হয়। অনুষ্ঠান বাচ্চাদের জন্য উপভোগ্য করে তুলতে একইসাথে বনভোজনেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পুনাকের সহ-সভানেত্রী বেগম শিরিন ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদিকা বেগম ফারহানা রহমান ও কার্যনির্বাহী সদস্যসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।