বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ফিলিপাইন। গতকাল বুধবার ফিলিপাইনের কাছে ৩–১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লাওস। আর এরই মাধ্যমে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনাল খেলা নিশ্চিত হলো বাংলাদেশ ও ফিলিপাইনের।
আসরের প্রথম ম্যাচে লাওসের বিপক্ষে ১–০ গোলে জয় পেয়েছিল বাংলাদেশ।
লাওস ফিলিপাইন ম্যাচের ৪৪ মিনিটে ফিলিপাইন পেনাল্টিতে এগিয়ে যায়। গায়োসোর দেওয়া ৫৩ মিনিটের দ্বিতীয় গোলে আরও এগিয়ে যায় ফিলিপাইন। ৮২ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন বাহাদোরান। ৮৯তম মিনিটে এক গোল পরিশোধ করে লাওস।
আগামীকাল শুক্রবার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশ খেলবে ফিলিপাইনের বিপক্ষে।