১৭৫ রানের বড় লক্ষ্য বেধে দেয়ার পরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো না সিলেট। উল্টো ৯ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়লে তামিম-মাশরাফির ঢাকা প্লাটুন।
তামিম ইকবালের ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি এবং ২টি ছক্কার মার। মেহেদী হাসানের ২৮ বলে খেলা ৫৬ রানের টর্নেডো ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি এবং ৩টি ছক্কার মার।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে সিলেট। জনসন চার্লসের দুর্ধর্ষ ব্যাটিংয়ের ওপর ভর করে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে সিলেট থান্ডার।
৪৫ বলে ৩ বাউন্ডারি এবং ৮ ছক্কায় ৭৩ রানের ইনিংস খেলেন চার্লস। মোহাম্মদ মিঠুন ৩১ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন। এছাড়া শেরফানে রাদারফোর্ড ২৮ বলে অপরাহিত থাকেন ৩৮ রানে।
৫৬ রান করে মেহেদী হাসান আউট হয়ে যাওয়ার পর ঢাকার জয়ের বাকি কাজ শেষ করেন তামিম ইকবাল এবং জাকের আলি। তামিম ৬০ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে জাকের আলি অপরাজিত থাকেন ১১ বলে ২২ রানে।