বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বেতার ভবনে জ্বর, সর্দি, কাশির রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়াও ভার্সিটির মেডিসিন, সার্জারী ও বক্ষব্যাধিসহ বিভিন্ন বিভাগের চিকিৎসায় হেল্প লাইন চালু করা হয়েছে। আর কোরোনাভাইরাস পরীক্ষায় ল্যাবরেটরী প্রস্তুতি চলছে।
মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে জানা গেছে, জ্বর সর্দি হাঁচি কাশির রোগীদের জন্য শাহবাগস্থ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বেতার ভবনের নীচতলায় ‘ফিভার ক্লিনিক” চালুর মাধ্যমে পৃথক স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়েছে। সেখানে চিকিৎসকরা সমন্বিতভাবে চিকিৎসাসেবা দিচ্ছেন। সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এই ধরণের রোগীরা ফিভার ক্লিনিকে চিকিৎসাসেবা নিচ্ছেন।
বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রোগীদের সুবিধার্থে ও করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে হেল্প লাইন চালু করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে বর্তমান প্রশাসন চিকিৎসাসেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে হেল্প লাইন চালুসহ সময়োপযোগী নানামুখী কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে।
হেল্প লাইন চালু: রোগীরা জরুরি প্রয়োজনে নিম্ন উল্লেখিত বিভাগসমূহে বর্ণিত মোবাইল নম্বরে কল করে সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত এই চিকিৎসা সেবা নিতে পারবেন। বিভাগ ও মোবাইল নম্বরসমূহ হলো-
মেডিসিন বিভাগ-০১৪০৬-৪২৬৪৩৭, ০১৪০৬-৪২৬৪৩৮,
সার্জারি বিভাগ-০১৪০৬-৪২৬৪৩৯,
নাক, কান, গলা বিভাগ-০১৪০৬-৪২৬৪৪০,
বক্ষব্যধি-০১৪০৬-৪২৬৪৪১,
অবস এন্ড গাইনী-০১৪০৬-৪২৬৪৪২.
শিশু বিভাগ-১৯৮৪-৫১৯৫২৫, ০১৯৫১-৮২০৮৪৩.
এর মধ্যে শিশু বিভাগ থেকে নিজস্ব উদ্যোগে গত দু’ সপ্তাহ ধরে হেল্প লাইনের মাধ্যমে রোগীদের সেবা প্রদান করে যাচ্ছে। রোগীরা যাতে হাসপাতালে না এসেও চিকিৎসাসেবা নিতে পারেন সেজন্য এই ব্যবস্থা চালু করা হয়েছে।
বহির্বিভাগের চিকিৎসাসেবা কার্যক্রম: বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে ইন্টার মেডিসিন বিভাগ, জেনারেল অবস এন্ড গাইনী বিভাগ, জেনারেল পেডিয়াট্রিক্স (শিশু) বিভাগ, জেনারেল সার্জারি বিভাগ ও ডেন্টালের সকল বিভাগের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত আছে। অন্য সকল বিভাগে গুরুতর অসুস্থ রোগীদের জন্য জরুরি চিকিৎসাসেবা কার্যক্রম চালু রয়েছে। সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ পর্যন্ত রোগীরা এই সেবা গ্রহণ করতে পারবেন।
জরুরি বিভাগসমূহের কার্যক্রম অব্যাহত: বিশ্ববিদ্যালয়ে নিউরোসার্জারি বিভাগ, অর্থোপেডিক সার্জারি বিভাগ, কার্ডিওলজি বিভাগ, অবস এন্ড গাইনী বিভাগ, নবজাতক বিভাগে বিদম্যান জরুরি চিকিৎসাসেবা প্রদান পূর্বের ন্যায় অব্যাহত রয়েছে।
করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব পরিদর্শন: উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া সোমবার ভার্সিটির বেতার ভবনের দ্বিতীয় তলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য ল্যাব প্রতিষ্ঠার কার্যক্রম পরিদর্শন করেন। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এছাড়া তিনি বেতার ভবনের নীচতলায় জ্বর সর্দি হাঁচি কাশির রোগীদের চিকিৎসাসেবার জন্য স্থাপিত ফিভার ক্লিনিকের চিকিৎসাসেবা কার্যক্রম প্রত্যক্ষ করেন। এ সময় পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক, ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন।