জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এ দেশের মা, মাটি ও মানুষের প্রতীক হিসেবে অভিহিত করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতিসত্তার বাতিঘর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার মানচিত্রের প্রতীক, আমার স্বাধীনতার প্রতীক, আমাদের দেশের প্রতীক; এ দেশের মা, মাটি, মানুষের প্রতীক।’
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মঙ্গলবার (২৮ ডিসেম্বর ২০২১) মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল সম্পাদিত ‘নেতা মোদের শেখ মুজিব’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইজিপি এ কথা বলেন।
বঙ্গবন্ধুর জীবন হাজারো গবেষকের গবেষণার বিষয় উল্লেখ করে আইজিপি বলেন, ‘তাঁর নাতিদীর্ঘ জীবনে তিনি যে মহাকাব্যিক রাজনৈতিক প্রাজ্ঞতা এবং অর্জন রেখে গেছেন, সেগুলো আমি মনে করি শত, সহস্র বছর অনেক গবেষকের বিষয় হবে। এই চর্চা শত-সহস্র বছর ধরে হলেও বঙ্গবন্ধুর যে অবদান বাঙালি জাতির জন্য, এ দেশের মানুষের জন্য তিনি যে অবদান রেখে গেছেন, সেটি বোধ হয় পরিমাপ করা সম্ভব হবে না। কারণ, এটার মহাকাব্যিক ব্যাপ্তি রয়েছে।’
অনুষ্ঠানে ইতিহাসের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুকে তুলে ধরে বেনজীর আহমেদ বলেন, ‘অনলি ফিফটি ফাইভ ইয়ারস উনি বেঁচে ছিলেন। তাঁর মধ্যে উনি একজন যুবক…রাজনীতিবিদ থেকে সহস্র বছরের একটি জাতির পিতায় রূপান্তরিত হয়েছিলেন এবং সেই জাতিকে তিনি দেশ দিয়েছেন, পতাকা দিয়েছেন, মানচিত্র দিয়েছেন।’ তথ্যসূত্র:পুলিশ নিউজ