ডিএমপি নিউজ: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মে শনিবার বঙ্গবাজার বিপণিবিতান উদ্বোধন করবেন। এ উপলক্ষে সকাল ছয়টা হতে দুপুর বারটায় পর্যন্ত নিম্নলিখিত এলাকাসমুহে রাস্তা বন্ধ/রোড ডাইভারশন দেয়া হবে।
ডাইভারশন পয়েন্টসমূহঃ
১. হাইকোর্ট ক্রসিং
২. গোলাপশাহ মাজার ক্রসিং
৩. সরকারী কর্মচারী হাসপাতাল ক্রসিং
৪. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি (অমর একুশে হল) এর সামনে
৫. ফুলবাড়িয়া ক্রসিং
৬. চানখারপুল ক্রসিং
৭. নিমতলী ক্রসিং
এমতাবস্থায় সম্মানিত নগরবাসীকে উল্লিখিত এলাকাসমুহ বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।