ডিএমপি নিউজঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বাংলাদেশ পুলিশে কর্মরত নারী সদস্যদের পরিবারের উচ্চশিক্ষার নিমিত্তে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন)।
আজ শনিবার তেজগাঁও অফিসার্স কোয়াটার্স কনফারেন্স হলে আলোচনা সভা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি আমেনা বেগম বিপিএম এবং সভাপতি, বিপিডব্লিউএন। অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর তানিয়া হক, উইমেন এন্ড জেন্ডার স্টাডিস ডেভেলপমেন্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ডিএমপির নারী কনস্টবল মিনু বেগম। এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন ট্রাফিক লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম এবং সাধারণ সম্পাদক, বিপিডব্লিউএন।
বঙ্গমাতা ও বঙ্গবন্ধু স্মরণে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডক্টর তানিয়া হক, উইমেন এন্ড জেন্ডার স্টাডিস ডেভেলপমেন্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ড্রেস রুলস নিয়ে আলোচনা করেন বিশেষ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম এবং সহ-সমন্বয়ক, ঢাকা রেঞ্জ, বিপিডব্লিউএন।
মুক্ত আলোচনায় বিভিন্ন পদমর্যাদায় নারী পুলিশের পদায়ন ও পোস্টিং নিয়ে বক্তব্য প্রদান করেন স্পেশাল ব্রাঞ্চের পুলিশ পরিদর্শক মোসাম্মত হালিমা খাতুন।
বঙ্গমাতা স্মরণে প্রবন্ধ উপস্থাপন করেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহমুদা আফরোজ লাকি, পিপিএম এবং সহ-সমন্বয়ক, বিপিডব্লিউএন।
এরপর বাংলাদেশ পুলিশে কর্মরত নারী সদস্যদের পরিবারের ২৩ জন মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য মেধাবৃত্তি প্রদান করা হয় এবং মেধাবীদের অনুভূতি জানতে চাওয়া হয়। অভিভাবকদের পক্ষ থেকে ১১ এপিবিএন, উত্তরার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি শাহিনা আমিন অনুভূতি ব্যক্ত করেন।
পুলিশ সুপার জয়ীতা শিল্পী তার নিজের রচিত দুটি কবিতা আবৃত্তি করেন। তার প্রকাশনা “১৯৭১: সম্ভ্রমের স্বাধীনতা” বইটি মুখ্য আলোচক অধ্যাপক ডক্টর তানিয়া হককে শুভেচ্ছা স্মারক হিসেবে প্রদান করেন। বিপিডব্লিউএন এর সহসভাপতি স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি শামীমা বেগম বিপিএম, পিপিএম ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি আমেনা বেগম বিপিএম এবং সভাপতি, বিপিডব্লিউএন তার বক্তব্যে প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
উক্ত অনুষ্ঠানে বিপিডব্লিউএন এর কার্যনিবাহী কমিটির ঢাকাস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও সকল জেলা/ইউনিট এর প্রত্যেক থানায় স্থাপিত নারী, শিশু, প্রতিবন্ধী ডেস্কের পুলিশ কর্মকর্তাগণ জুমের মাধ্যমে নিজ নিজ অফিস হতে অনুষ্ঠানে সংযুক্ত ছিল।