করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের হার। আর এ করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পেতে সারা বছর জুড়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ব্রিটেনবাসীকে। তাদেরকে বছরের বাকী সময়ও আলিঙ্গন বা হাত মেলানো থেকে শুরু করে সব ধরনের সৌজন্যতা একপাশে সরিয়ে রাখতে হবে।
ব্রিটিশ সরকারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ক্রিস হোয়াইটির সতর্কবার্তা, করোনা সংক্রমণ রুখতে হয়তো বছরের বাকি সময়ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে হোয়াইট বলেছেন, ‘প্রাণঘাতী ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার এবং তা সহজলভ্য হতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। আগামী বছরের শুরুতেই সেটা পাওয়া যেতে পারে। আমাদের বাস্তবধর্মী চিন্তা করা উচিত। প্রতিষেধক না আসা পর্যন্ত আমাদের অন্য সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। এখন এগুলোই আমাদের ভরসা।’
এর আগে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করেন, লকডাউন মেনে সংক্রমণের গতি কিছুটা কমানো গেলেও ২০২২ সাল পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখতে হতে পারে।
করোনার প্রতিষেধক আবিষ্কারে ৮০টির বেশি গবেষক দল কাজ করছে। আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী মানবদেহে করোনার প্রতিষেধক প্রয়োগ করতে যাচ্ছে।