প্রকৃতিতে চলছে আষাঢ় মাস। মাঝে মাঝে হালকা বা ভারী বর্ষণের সাথে সাথে কোথাও কোথাও হচ্ছে বজ্রপাত। আজ রবিবার কুষ্টিয়া জেলার মিরপুর থানায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বেসরকারি হিসেবে চলতি বছর জুন মাস পর্যন্ত বাংলাদেশে বজ্রপাতে প্রায় ৯৭ জন প্রাণ হারিয়েছেন। গত বছর এ সংখ্যা ছিল আরো অধিক যার জন্য বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত করা হয়।
এরপর বজ্রপাত রোধে নেয়া হয় বিশেষ পরিকল্পনা এবং শুরু হয় সতর্কীকরণ কর্মসূচি।
আসুন জেনে নিই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রচারণায় বজ্রপাতের সময় কিছু করণীয়-
⇒ মাথা ঠান্ডা রাখুন, ভড়কে যাবেন না।
⇒ আশপাশে উঁচু কোন গাছ থাকলে, তার থেকে দূরে সরে যান।
⇒ ওপরে ছাদ আছে এমন জায়গায় আশ্রয় গ্রহণ করুন।
⇒ সম্ভব হলে টিনের চাল এড়িয়ে চলুন।
⇒ গাড়ির ভিতরেও নিরাপদ, গাড়ির ধাতব বডির সাথে শরীরের সংযোগ না থাকলেই হলো
⇒ শুধু গাছ নয়, যেকোন উঁচু জিনিস যেমন বিদ্যুতের খুঁটি, টাওয়ার-এসব থেকে দূরে থাকুন
⇒ ঘন ঘন বজ্রপাতের সময় যদি ঘরের ভেতরে থাকেন, তাহলে ইলেক্ট্রনিক যন্ত্রপাতি যেমন মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ কম্পিউটার, কর্ডলেস ফোন, ল্যান্ড ফোন ব্যবহার না করাই ভাল
⇒ আশপাশে নদী, পুকুর বা কোন ধরনের জলাশয় থাকলেও দূরে সরে যেতে হবে।