ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বজ্রপাতে অন্তত ২৩ জন প্রাণ হারিয়েছে। এতে আরো বেশ কয়েকজন আহত হয়েছে। সোমবার দেশটির কর্মকর্তারা একথা জানান।
বিহারের প্রাদেশিক রাজধানী পাটনাসহ বৈশালি ও সারানে হতাহতের এই ঘটনা ঘটে।এক স্থানীয় কর্মকর্তা বলেন, ‘বৈশালিতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। এখানে সাত জন বজ্রপাতে মারা গেছে। পাটনা ও সারান জেলায় চার জন করে প্রাণ হারিয়েছে।তিনি আরো বলেন, ‘রাজ্যের গয়া, সাসারাম, আরারিয়া ও নালন্দা জেলায় বাকীরা প্রাণ হারিয়েছে।’
রাজ্যের আবহাওয়া বিভাগ আগামী ৪৮ ঘন্টায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে।