ডিএমপি নিউজ রিপোর্ট: বনানীতে দুইটি প্রতিষ্ঠান’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।
এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান- ৩ মার্চ, ২০১৭ বৃহস্পতিবার বনানীর ৫০/৫২, কামাল আতার্তুক এভিনিউতে “বিসমিল্লাহ ফার্মেসী” মেয়াদ উর্ত্তীণ ঔষধ মজুদ রেখে বিক্রয় করায় ব্যবস্থাপক মোঃ কাইয়ুম সরকার’কে ৩০ হাজার টাকা জরিমানা এবং “রসমেলা সুইটস” নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ করে বিক্রয় করায় ব্যবস্থাপক মোঃ হেলাল’কে ২০ হাজার টাকা করে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক।
“ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজাল বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে” বলে প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়।