ডিএমপি নিউজঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগের উদ্যোগে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এক জনসচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
আজ ২৩ সেপ্টেম্বর’১৮ (রবিবার) নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমের ধারাবাহিক অংশ হিসেবে বনানী মডেল স্কুলে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার ও অতিঃ উপ-পুলিশ কমিশনারসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং বনানী মডেল স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখিত সচেতনতামূলক অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে নারী ও শিশু নির্যাতন দমন ও প্রতিরোধ আইন সম্পর্কে আলোচনা এবং তাদের অভিজ্ঞতা শেয়ারিং করা হয়। এতে করে শিক্ষার্থীরা বিভিন্ন অজানা বিষয়ে সচেতনতামূলক জ্ঞান লাভ করে।
ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।