আর হয়তো দেখা যাবে না করণ জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’ শো! সম্প্রতি, এমনই জল্পনা শুরু হয়েছে। করণ জোহরের এই টক শো বরাবরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকে। এটা নতুন কথা নয়। গতবার বলিউডে ‘নেপোটিজম’ বিতর্ক তৈরি হয়েছিল ‘কফি উইথ করণ’ শোয়ের মাধ্যমেই। তা নিয়ে কম জলঘোলা হয়নি। এবার ‘কফি উইথ করণ সিজন-৬’-ও বিতর্ক থেকে দূরে থাকতে পারল না। সৌজন্য ক্রিকেটার হার্দিক পান্ডিয়া, ও কে এল রাহুলের এপিসোড।
‘কফি উইথ করণ’ সিজন ৬ এর বলিউড তারকা, দক্ষিণী তারকাদের পাশাপাশি ক্রিকেট জগতের তারকাদেরও এনে হাজির করেছিলেন করণ জোহর। যাদের মধ্যে হার্দিক পান্ডিয়া ও কে এল রাহুলের এপিসোডটি। এই শোয়ে এসে কফি কাউচে বসে যৌনতা সম্পর্কে হার্দিকের মন্তব্য ভাইরাল হয়। মহিলাদের সম্পর্কে অসম্মান জনক কুরুচিকর মন্তব্যর কারণের হার্দিকের বক্তব্য বিতর্ক তৈরি করে। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এধরনের জন্য বিসিসিআই শোকজও করে হার্দিককে। যার উত্তরে অবশ্য হার্দিক ক্ষমাও চেয়ে নেন। তবে তাতেও তিনি রক্ষা পাননি। সাসপেন্ড করা হয়। এখানেই শেষ নয়। বাধ্য হয়ে হার্দিক ও রাহুলের এপিসোডটিই তুলে নিতে বাধ্য হন করণ জোহর।
তবে এতেও রক্ষা হয়নি। শোনা যাচ্ছে করণ জোহরকে নাকি ‘কফি উইথ করণ’ শোটিই চিরকালের জন্য বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন নির্মাতারা। অর্থাৎ ‘কফি উইথ করণ সিজন-৬’-ই শেষ সিজন হতে পারে। অনেকেই বলছেন এই শোটি বন্ধ হয়ে যাওয়া করণ জোহর ও নির্মাতাদের কাছে শুধু বড় ধাক্কাই নয়, বরং অন্যান্য টক শোয়ের নির্মাতাদের কাছেও এটা একটা কড়া সতর্কতা বলে মনে করছেন ।