এবারের বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত ও বন্যার জেরে ভারতের সাতটি রাজ্যে অন্তত সাতশ ৭৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
টাইমস অব ইন্ডয়ার এক প্রতিবেদনে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যাশনাল ইমার্জেন্সি রেসপন্স সেন্টারের (এনইআরসি) বরাত দিয়ে বলা হয়েছে, কেরালায় একশ ৮৭ জন, উত্তরপ্রদেশে একশ ৭১ জন, পশ্চিমবঙ্গে একশ ৭০ জন, মহারাষ্ট্রে একশ ৩৯ জন, গুজরাটে ৫২ জন, অাসামে ৪৫ জন এবং নাগাল্যান্ডে আট জনেরপ্রাণহানির ঘটনা ঘটেছে।
ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, কেরালায় ২২ জন ও পশ্চিমবঙ্গে পাঁচজনসহ মোট ২৭ জন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছে দুই হাজার পাঁচশ মানুষ।
বন্যা কবলিতদের সহায়তার জন্য উদ্ধারকারী বেশ কয়েকটি দল কাজ চালিয়ে যাচ্ছে। জানা গেছে, ওই সাত রাজ্যের রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে যাওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।