ডিএমপি নিউজঃ ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব নেওয়ার ১৮ মাসের মধ্যে ৪২ বছর বয়সী কোচকে বরখাস্ত করলো চেলসি।
৩ বছরের চুক্তিতে ল্যাম্পার্ডকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল চেলসি। ২০১৯ সালের জুলাইয়ে মাউরিজিও সারির পরিবর্তে স্টামফোর্ড ব্রিজে আসেন তিনি।
চলতি মৌসুমের লিগে চেলসি ৮ জয়ের বিপরীতে হেরেছে ৬ ম্যাচে। ড্র করেছে ৫ ম্যাচে। ইপিএলে ১৯ ম্যাচে ৮ জয়ে তাদের সংগ্রহ ২৯ পয়েন্ট। চেলসির অবস্থান টেবিলের ৯ম স্থানে। সর্বশেষ ম্যাচে রোববার তারা এফএ কাপে লুটন টাউনকে হারায় ৩-১ গোলে।
চেলসিতে ল্যাম্পার্ডের স্থলাভিষিক্ত হতে পারেন থমাস টাচেল। গত ডিসেম্বরে পিএসজির কোচের দায়িত্ব থেকে অব্যাহতি পান ৪৭ বছর বয়সী এই জার্মান কোচ। পিএসজিতে আড়াই বছরে কোচ হিসেবে ৬টি ট্রফি জিতেছেন টাচেল।