কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগারের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল জন রিং-কে বরখাস্ত করেছে মার্কিন কর্তৃপক্ষ। মার্কিন সরকার পরিচালত এই কুখ্যাত কারাগারে তার কমান্ডের বিষয়ে আস্থাহীনতা সৃষ্টির পর এ ব্যবস্থা নেয়া হয়। তবে কেন আস্থাহীনতা সৃষ্টি হয়েছিল তা পরিষ্কার নয়।
মার্কিন নৌবাহিনীর সাউদার্ন কমান্ডের মুখপাত্র কর্নেল আমান্দা আজুবিকি এক বিবৃতিতে জানান, সাউদার্ন কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ক্রেইগ ফলার রিয়ার অ্যাডমিরাল জন রিংকে অব্যাহতি দিয়েছেন।
২০১৮ সালের এপ্রিল মাস থেকে গুয়ান্তানমো বে কারাগারের কমান্ডারের দায়িত্ব পালন করে আসছিলেন জন রিং। আগামী ১১ জুন পর্যন্ত তার দায়িত্ব পালন করার কথা ছিল। সেনা সদরদপ্তর পেন্টাগন এখন মার্কিন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল জন হাসিকে গুয়ান্তানমো বে কারাগারের ভারপ্রাপ্ত কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছে।
কিউবার গুয়ান্তানামো উপকূলে গুয়ান্তানামে বে কারাগার অবস্থিত। বিশ্বের অনেক দেশ থেকে সন্ত্রাসবাদের অভিযোগে বহু মানুষকে ধরে নিয়ে এই কারাগারে রেখেছে মার্কিন সরকার। বন্দীদের মধ্যে বেশিরভাগই মুসলমান এবং তারা বিনা বিচারে অনির্দিষ্টকাল ধরে কারাভোগ করছেন। বন্দীদের ওপর বিভিন্ন সময় অমানুষিক নির্যাতনের জন্য এই কারাগার কুখ্যাতি অর্জন করেছে।