বরিশাল কীর্তন খোলা নদীর তীরে ফাইভ স্টার মানের একটি পর্য্টন মোটেল ও পর্যটন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ পর্যটন করপোরেশন।
সোমবার দুপুরে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ অভ্যন্তনীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডিব্লিউটিএ) এর চেয়ারম্যান কমোডোর এম মোজাম্মেল হক ও বাংলাদেশ পর্যটন করপোরেশের চেয়ারম্যান আখতারুজজামান খান কবির নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।
এসময় নৌমন্ত্রী শাজাহান খান ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন উপস্থিত ছিলেন।
মোটেল তৈরি করতে বিআইডব্লিউটিএ পর্যটন করপোরেশনকে এক একর জমি ‘লাইসেন্স প্রদত্ত সম্পত্তি’ হিসেবে প্রদান করবে।
কীর্তনখোলা নদীর সংলগ্ন এলাকায় এই আধুনিক দৃষ্টিনন্দন পর্যটন হোটেল নির্মাণ করা হলে তা এলাকায় পর্যটন কার্যক্রমের প্রসারতা ও উন্নয়নসহ জাতীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখবে বলে জানান নৌমন্ত্রী।
পর্যটন মোটেল নির্মাণের যাবতীয় ব্যয়ভার বাংলাদেশ পর্যটন করপোরেশন বহন করবে। এছাড়া মোটেল নির্মাণ ও নির্মাণ পরবর্তী মেরামত ও উন্নয়ন সংক্রান্ত সকল কাজ পর্যটন করপোরেশন নিজ দায়িত্বে ও অর্থায়ানে সম্পাদন করবে।
ভূমিটি বিআইডব্লিউটিএর বরিশালস্থ উত্তর-পশ্চিম অংশের জমি। বরিশাল সদরের বগুড়া-অলেকান্দা মৌজায় অবস্থিত।