গতকাল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। সংক্ষিপ্ত এই তালিকায় জায়গা করে নিয়েছে ইউরোপীয়ান বর্ষসেরা খেলোয়াড় রবার্ট লিওয়ানদোস্কি। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মত তারকা ফুটবলরা এই তালিকায় রয়েছেন।
আগামী ১১ ডিসেম্বর বর্ষসেরার তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। ১৭ ডিসেম্বর বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে পুরস্কার।
বর্ষসেরা খেলোয়াড়দের সংক্ষিপ্ত এই তালিকায় আরো রয়েছে থিয়াগো আলচানতারা, কেভিন ডি ব্রুইনা, সাদিও মানে, কিলিয়ান এমবাপ্পে, নেইমার , সার্জিও রামোস, মোহাম্মদ সালাহ ও ভার্জিল ফন ডাইক এর নাম।