বলিউডের এই জনপ্রিয় নায়কের জন্ম ১৯৭৪ সালের ১০ই জানুয়ারি। তার পিতা বিখ্যাত চলচ্চিত্র পরিচালক রাকেশ রোশন ও মাতা পিঙ্কি রোশন।
বাবার পরিচালনা করা ছবি ‘কাহো না পেয়ার হ্যায়’ এর মধ্যে দিয়ে বলিউডে পর্দাপন করেন এই অভিনেতা। এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তার। এরপর একের পরের এক উপহার দিয়েছেন দর্শক নন্দিত সুপারহিট ছবি।
অভিনয়ের পাশাপাশি ড্যান্সের জন্য সারাবিশ্বে আলাদা কদর রয়েছে এই অভিনেতার। ড্যান্সের কিছু বিশেষ ভঙ্গির জন্য তার মত অন্য কাউকে পাওয়া বেশ কষ্টকর।
হৃতিকের ‘কৃষ’ ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে বলিউডে শুরু হয় সুপারহিরো নির্ভর সিনেমা। তার ব্যবসাসফল কিছু সিনেমা হল- ধুম ২, ব্যাং ব্যাং, সুপার ৩০, কাভি খুশি কাভি গাম ও ওয়ার।