ডিএমপি নিউজঃ বলিভিয়ার মধ্যাঞ্চলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে নিচে পড়ে গিয়ে অন্তত ২৩ জন নিহত হয়েছে। এদের মধ্যে তিন শিশু রয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এ খবর জানিয়েছে।
কোচাবাম্মা রাজ্যে সোমবার (৬ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে। বাসটি ৩৩ যাত্রী নিয়ে পাহাড় থেকে ৪শ’ মিটার নিচে পড়ে যায়।
দুর্ঘটনায় চালকের স্ত্রীও নিহত হয়েছে। চালক বলছে, আমি ব্রেকে চাপ দিলাম। কিন্তু ব্রেক কাজ করছিল না।
দুর্ঘটনায় আহত হয়েছে ১৩ জন। তাদের নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনার কারন জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। সূত্রঃবাসস