ডিএমপি নিউজঃ বসনিয়া-হার্জেগোভিনার প্রাচীন মসজিদ পুনঃসংস্কারের পর উদ্বোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। শুক্রবার (২৭ আগস্ট) ষোড়শ শতাব্দীর বাসকারসিজা মসজিদটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে এরদোয়ান মুসলিমদের নিজ ছেলে-মেয়েকে মসজিদে নিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘এ মসজিদ মুসলিম জাতির জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা ও পাঠদানের মূলকেন্দ্র। এর পাশাপাশি তা আমাদের অন্যতম ধর্মীয় প্রতীক।’
মসজিদের পুনসংস্কারের কথা জানিয়ে তিনি বলেন, ‘বাসকারসিজা মসজিদ সারায়েভো শহরের গৌরবোজ্জ্বল ইতিহাসের অন্যতম প্রতীক। ছয় বছর আগে মসজিদটি পুনসংস্কার করে আগের গৌরব ফিরিয়ে নিতে আমরা উদ্যোগ গ্রহণ করি।’
অমুসলিমদের মসজিদে আসার আমন্ত্রণ জানিয়ে এরদোয়ান বলেন, ‘আমাদের অমুসলিম বন্ধুদের আমরা মসজিদে আসার আন্তরিক আমন্ত্রণ জানাই। কোনো দ্বিধা বা ভয় ছাড়াই তারা এখানে আসতে পারবেন।’
এরদোয়ান আরো বলেন, ‘বাসকারসিজা মসজিদ পুনঃসংস্কারে যারা সহায়তা করেছেন সবার প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সারায়েভোর যে ভাই ও বোনেরা নামাজ ও জিকিরের মাধ্যমে মসজিদটি প্রাণবন্ত রেখেছেন মহান আল্লাহ তাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন।’
১৫২৭ সালে প্রথম সারায়েভোর মূলকেন্দ্র বাসকারসিজা চত্বরে মসজিদটি নির্মিত হয়। এরপর ১৬৯৭ সালে তা পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়ে। ১৭৬২ সালে মেহমেদ পাশা মুহসিনোভিকের সময় মসজিদে নতুন করে রং ও সাজসজ্জা দেওয়া হয়। ১৯৯২ ও ১৯৯৫ সালের বসনিয়া যুদ্ধের সময় এর মিনার, গম্বুজ ও দেয়ালের ব্যাপক ক্ষতি হয়।