বসুন্ধরা গ্রুপ স্বাধীনতা কাপ কাবাডি প্রতিযোগিতা ২০১৮ চুড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে কুড়িগ্রাম জেলা। আজ রোববার পল্টন শহীদ তাজ উদ্দিন ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনালে কুড়িগ্রাম জেলা মাদারীপুর জেলাকে ২২ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে। কুড়িগ্রাম ৩টি লোনাসহ ৫৮ পয়েন্ট অর্জন করে। জবাবে মাদারীপুর অর্জন করে ১ টি লোনাসহ ৩৬ পয়েন্ট। প্রথমার্ধে বিজয়ীরা ৭ পয়েন্টের ব্যবধানে এগিয়েছিলো।
খেলা শেষে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বিরেন শিকদার এমপি।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের মাননীয় সভাপতি ও বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার), বাংলাদেশ কাবাডি ফেডারেশন সাধারণ সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম, বসুন্ধরা এলপি গ্যাস লিঃ এন্ড সুন্দরবন ইন্ডাস্ট্রিয়ালিস্ট কমপ্লেক্স লিঃ এর এক্সিকিউটিভ ডিরেক্টর, মার্কেটিং এন্ড সেলস ফারুক রিজভি ও বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অব সেলস এন্ড মার্কেটিং এম এম জসিম উদ্দিন।
তিন দিন ব্যাপী এই প্রতিযোগিতায় দুইগ্রুপে মোট ৮টি দল অংশগ্রহণ কছে। ক গ্রুপ :বগুড়া জেলা, খুলনা জেলা, ময়মনসিংহ জেলা ও সিলেট জেলা। খ গ্রুপ : কুড়িগ্রাম জেলা, বরিশাল জেলা, মাদারীপুর জেলা ও চট্টগ্রাম জেলা।
বসুন্ধরা গ্রুপ স্বাধীনতা কাপ কাবাডি ২০১৮ প্রতিযোগিতায় কুড়িগ্রাম চ্যাম্পিয়ন দল পান এক লক্ষ টাকার প্রাইজমানি।