ডিএমপি নিউজঃ ২০২০ সালের অক্টোবর পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের সঙ্গে রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের চুক্তি ছিল। চুক্তির নবায়ন না হলে সেখান থেকে কার্যক্রম গুটিয়ে নেওয়ার কথা জানায় স্টার সিনেপ্লেক্সের কর্তৃপক্ষ। নতুন করে বসুন্ধরা সিটির সঙ্গে চুক্তির কথা জানান স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল। ফলে বসুন্ধরাতেই স্টার সিনেপ্লেক্সে থাকছে।
তিনি বলেন, ‘স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি শপিংমল থেকে সরে যাচ্ছে বলে যে উৎকন্ঠা এবং হতাশা তৈরি হয়েছিল তার অবসান ঘটছে। অগণিত দর্শক, শুভানুধ্যায়ীর ভালোবাসা আর আমাদের আবেদন মূল্যায়ন করে চুক্তি নবায়নের ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের জন্য বসুন্ধরা কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। তাদের সহযোগিতা আমাদের পথচলা মসৃণ ও সুন্দর করেছে। আগামীতেও তাদের সহযোগিতাকে সঙ্গী করে আমরা এগিয়ে যেতে চাই।’
২০০৪ সালে বসুন্ধরা সিটিতে ফ্লোর ভাড়া নিয়ে স্টার সিনেপ্লেক্সের যাত্রা শুরু হয়। পরে সীমান্ত স্কয়ার ও মহাখালীর এসকে টাওয়ারের তাদের আউটলেট খোলা হয়েছে।