তেলেগু সিনেমায় অভিষেক হচ্ছে বাংলাদেশের মেয়ে মেঘলা মুক্তার। তার অভিনয় করা সিনেমা ‘সাকালাকালা ভাল্লাভুডু’ আগামী ১ ফেব্রুয়ারি ভারতের ৫ রাজ্যে মুক্তি পাচ্ছে। ১৫ সেপ্টেম্বর শিবা গণেশ পরিচালিত ছবিটির ফার্স্টলুক মুক্তি পেয়েছে। ‘আমি শুধু চেয়েছি তোমায়’ দিয়ে চলচ্চিত্রে অভিষিক্ত মুক্তাকে আরো দেখা গেছে ‘নবাব’ ও ‘পাষাণ’-এ।
ছবি মুক্তির প্রচারে মেঘলা হায়দরাবাদ গেছেন ২৭ জানুয়ারি। হায়দরাবাদ শহরের বাইরে বেশি সিনেমা হলে মুক্তি দেওয়া হচ্ছে। এছাড়া দক্ষিণ ভারতের তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্নাটক, কেরেলা এবং অন্ধ্র প্রদেশ; এই পাঁচ রাজ্যে ১৫০ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘সাকালাকালা ভাল্লাভুডু’। এছাড়া সেখানকার কয়েকটি বড় বড় মাল্টিপ্লেক্সেও চলবে ‘সাকালাকালা ভাল্লাভুডু’। তামিল, তেলেগু, বলিউডের সুপারস্টারদের সঙ্গে পাল্লা দিয়ে চলবে এ ছবি।
‘সাকালাকালা ভাল্লাভুডু’ পরিচালনা করেছেন শিবা গণেশ এবং প্রযোজনা করেছে ইউভেন টুরিস্ট টকিং অ্যান্ড সিমভা। এই ছবিতে মেঘলার নায়ক তানিশক রেড্ডি। এছাড়া মেঘলার বাবার চরিত্রে অভিনয় করেছেন সুমান তালওয়ার, যিনি দক্ষিণি সিনেমার পরিচিত মুখ।
মেঘলা বাংলাদেশের পরিচিত মডেল। কাজ করেছেন দেশের নামী সব ফ্যাশন হাউজের সঙ্গে। এছাড়াও মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে। শুধু তাই নয়, ২০১৪ সালে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ও সর্বশেষ শাকিব খানের ‘নবাব’ ছবিতে অভিনয় করেছিলেন। অল্পদিনের ক্যারিয়ারে দক্ষিণের নায়িকা হয়েছেন মেঘলা। তিনি আশা করছেন, সবকিছু ছাপিয়ে ছবিটি সাফল্য পাবে।