বিশ্বের সর্ববৃহৎ ইনসুলিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান নভো নরডিস্ক বাংলাদেশে ইনসুলিন উৎপাদনে অত্যাধুনিক প্রযুক্তি স্থানান্তর করতে যাচ্ছে।
আজ বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নভো নরডিস্ক এবং এসকেএফ’র মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। নভো নরডিস্কের ব্যবস্থাপনা পরিচালক আনান্দ শেঠী এবং এসকেএফ’র ব্যবস্থাপনা পরিচালক সিমিন হোসেন নিজ-নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, গত বছর থেকে ইনসুলিন উৎপানের আধুনিক প্রযুক্তি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হলেও বেশ ক’টি ধাপ পেরিয়ে এটি আজ চূড়ান্ত করা হয়েছে।