ঢাকা টেস্টের চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতির পরই অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে অবিস্মরণীয় জয় তুলে নেয় বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়াকে এভাবে নাকানিচুবানি খাওয়াবে বাংলাদেশ, তা হয়তো ক্রিকেটের সাবেক ও বর্তমান মহাতারকারা চিন্তাও করেননি।
কিন্তু বাস্তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়ে উচ্ছ্বসিত বিশ্বের নামীদামি সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টের খেলা শেষ হবার পরই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেদের ভেরিফাইড অ্যাকাউন্টে বাংলাদেশের প্রশংসা করে টুইট করেন মাইকেল ক্লার্ক থেকে শুরু করে শচীন টেন্ডুলকারসহ আরও অনেকে।
বিস্ময় প্রকাশ করে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ক্লার্ক বলেন, ‘অভিনন্দন বাংলাদেশ। কখনো ভাবিনি এমন টুইট আমাকে কখনো করতে হবে। তবে, এবার কৃতিত্বটা বাংলাদেশকে দিতেই হবে।গতরাতে স্বাগতিক ইংল্যান্ডকে ৫ উইকেটে হারায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। আজ অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ। তাই গতকাল ও আজকের জয়কে অঘটন বলছেন ভারতের সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। তিনি বলেন, ‘দুই দিনে দুই আপসেট। বাংলাদেশের অনুপ্রেরণাদায়ক এক পারফরম্যান্স। টেস্ট ক্রিকেট এখন সমৃদ্ধির পথে।’
শুধুমাত্র বিশ্বের অন্যান্য দলের খেলোয়াড়রাই বাংলাদেশের প্রশংসা করেননি। নিজ দেশের প্রশংসা করে টুইট করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও, ‘সম্ভবত তামিম এখন বিশ্ব ক্রিকেটের সেরা ওপেনার। তাইজুল বোলিংয়ে দারুণ একজন সঙ্গী। মিরাজও দারুণ। অধিনায়ক মুশফিক এখন আগের থেকে অনেক পরিপক্ক। মাঠে দলকে অনুপ্রেরণা যোগায়। আর সাকিব একজন জীবন্ত কিংবদন্তি, তুমি যখন লড়াই করো, সেটা তোমার মত করে আর কেউ পারে না। তোমার জন্মই হয়েছে ২২ গজের জন্য।’ভারতের আরেক সাবেক মারকুটে ওপেনার বিরেন্দার শেবাগ বলেন, ‘ওয়েল ডান বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে হারানো সত্যি বড় এক অর্জন।’
পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম টুইট করেছেন, ‘বাংলাদেশকে যখন অস্ট্রেলিয়াকে হারাতে দেখি তখন সত্যিই বলতে হয়, টেস্টই ক্রিকেটের সত্যিকারের ফরম্যাট।বাংলাদেশের প্রশংসা করে টুইট করেছেন সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে, ‘দারুন খেলেছো বাংলাদেশ। ঐতিহাসিক এক টেস্ট জয়। অসাধারণ এক ম্যাচ।’ভারতের বর্তমান দলের ওপেনার শিখর ধাওয়ান বলেন, ‘টেস্ট ক্রিকেটে দুর্দান্ত একটি খেলা। অভিনন্দন বাংলাদেশকে।’