বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বিদেশী ব্যবসায়ীদের জন্য বিনিয়োগের উৎকৃষ্ট স্থান বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। এখানে বিনিয়োগ করলে দ্রুত রিটার্ণ পাওয়া যায়। সরকার বিনিয়োগে রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান করে। কর অবকাশ, ডাবল ট্যাক্সাশন রোধ, রিস্ক মেটিগেশনসহ বিদেশি কোম্পানিগুলোকে অপারেশন সেটআপ, রিস্ক রেগুলেশন ও প্রোফিট রিপার্টিশন সহায়তা দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করা হয়।
মঙ্গলবার সিংগাপুরের শানগ্রিলা হোটেলে ‘বাংলাদেশ-সিঙ্গাপুর অর্থনৈতিক অংশীদারিত্বের নতুন যুগ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্যানালিষ্ট হিসাবে বক্তব্যকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিৎসুই এর চিফ অপারেটিং অফিসার তাকু মরিমতো, আইএফসি’র প্রধান বিনিয়োগ কর্মকর্তা রেবেকা কোনার্দ, ঢাকা চেম্বার এন্ড কমার্সের প্রেসিডেন্ট আবুল কাশেম, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির প্রমুখ।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, জ্বালানি খাতে এলএনজি অবকাঠামো, পাইপ লাইন, রিফাইনারি, কোল টার্মিনাল, এলপিজি, প্রাথমিক জ্বালানি ইত্যাদি খাতে ৪০ বিলিয়ন ডলার এবং বিদ্যুৎ খাতের উৎপাদন, বিতরণ ও সঞ্চালন খাতে ৭০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিবেশ সৃজন হয়েছে। বিনিয়োগকারিদের সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে।