মালয়েশিয়ান হাইকমিশনার নুর আশিকিন মোঃ তাইব বলেছেন, তার দেশ বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, মেশিনারিজসহ সম্ভাবনাময় খাতে বিনিয়োগে আগ্রহী।
বাংলাদেশে মালয়েশিয়ান হাইকমিশনার আজ সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলামের সাথে তার কার্যলয়ে এক সৌজন্য সাক্ষাতকালে এ আগ্রহের কথা প্রকাশ করেন।
বৈঠকে বন্ধু প্রতিম দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণের মাধ্যমে আন্তঃসম্পর্ক ও আন্তঃযোগাযোগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়।হাইকমিশনার বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নত করার লক্ষ্যে বর্তমান সরকারের গৃহীত সংস্কার কর্মসূচী সম্পর্কে জানতে চাইলে বিডা’র নির্বাহী চেয়ারম্যান বলেন, বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য বিকাশে ইজ অব ডুয়িং বিজনেস, ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট প্রবর্তনসহ বিভিন্ন সংস্কার কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে জিডিপি প্রবৃদ্ধি গড়ে ৭ শতাংশ হারে বজায় রয়েছে এবং চলমান সংস্কার কর্মসূচি বাস্তবায়িত হলে জিডিপি প্রবৃদ্ধি দুই ডিজিটে উন্নীত হবে।আমিনুল ইসলাম বলেন, ইকোনমিক করিডোরের অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশের একটি প্রতিনিধিদল সম্প্রতি মালয়েশিয়া সফর করেছে। এছাড়া বাংলাদেশে বিনিয়োগ সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে মালয়েশিয়ার একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল সম্প্রতি এ দেশ সফর করেছে।
বিডা চেয়ারম্যান মালয়েশিয়ার ব্যবসায়ীদের আরো অধিক হারে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে হাইকমিশনারের সহযোগিতা কামনা করেন।