বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের পর্দা উঠতে এখনো অনেক বাকি। টুর্নামেন্ট শুরু হতে পাঁচ মাস বাকি থাকলেও ঘর গোছাতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো।
গতবার খুলনা টাইটান্স দুই বছরের জন্য কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মাহেলা জয়াবর্ধনেকে। দলের সার্বিক অবস্থা পর্যালোচনা করতে বাংলাদেশ আসছেন খুলনা টাইটান্সের কোচ মাহেলা জয়াবর্ধনে। আগামী ৫ জুলাই সকালে বাংলাদেশে এসে পৌঁছার কথা রয়েছে লঙ্কান প্রাক্তন ব্যাটিং জিনিয়াস জয়াবর্ধনের। দুপুরে সংবাদ সম্মেলনে দলের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন তিনি। দুপুর ১.৩০ মিনিটে হোটেল রেডিসন ব্লুতে সাংবাদিকদের মুখোমুখি হবেন জয়াবর্ধনে।সংবাদ সম্মেলনে জয়াবর্ধনের সঙ্গে থাকবেন খুলনা টাইটান্সের আইকন খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ। খুলনা টাইটান্সের চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এমপি, ম্যানেজিং ডিরেক্টর কাজী ইনাম আহমেদ এবং উপদেষ্টা হাবিবুল বাশার সুমন সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।
কয়েকদিন আগেই গুঞ্জন উঠেছিল ভারতীয় ক্রিকেট দলের কোচ হচ্ছেন মাহেলা জয়াবর্ধনে। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। ফুল টাইম কোচ হওয়ার কোনো চিন্তা নেই বলে জানিয়েছিলেন মাহেলা। আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স এবং বিপিএলে খুলনা টাইটান্সকে নিয়েই সব ভাবনার কথা জানিয়েছিলেন লঙ্কান এ তারকা। আর তাই বিপিএলের আসন্ন আসর শুরুর আগেই খুলনা টাইটান্সকে নিয়ে নিজের পরিকল্পনা সাজাতে মাঠে নামছেন জয়াবর্ধনে।