‘বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি’র বার্ষিক সাধারণ সভা এবং ২০১৮-২০২০ দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি, ২০১৯ শনিবার সকাল নয়টায় রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে বার্ষিক সাধারণ সভা এবং দ্বিতীয় পর্বে সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
সমিতির বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ’র ইন্সপেক্টর জেনারেল ও সমিতির প্রধান পৃষ্ঠপোষক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দ্বিতীয় পর্বে রাজারবাগে সমিতির নিজস্ব ভবনে বেলা আড়াইটায় ভোটগ্রহণ শুরু হয় এবং বেলা সাড়ে পাঁচটায় শেষ হয়। যে সমস্ত অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার সমিতির সদস্য কেবলমাত্র তাঁরাই ভোট গ্রহণ পর্বে উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে “রউফ-রফিক” প্যানেলে ২২ জন এবং “আওলাদ-জহুরুল” প্যানেলে ২১ জন প্রতিদ্বন্দী বিভিন্ন পদের জন্য প্রতিদ্বন্দীতা করেন। এই নির্বাচনে “রউফ-রফিক” প্যানেলের ২২ জন প্রার্থীর ২১ জন প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেন। “রউফ-রফিক” প্যানেলের অবসরপ্রাপ্ত আইজি এম এ রউফ পিপিএম সভাপতি এবং অবসরপ্রাপ্ত এআইজি মোঃ রফিকুল ইসলাম মহাসচিব পদে জয়লাভ করেন। অন্যান্যরা বিভিন্ন পদে জয়লাভ করেন।