স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে নভেম্বরে দীপ রাষ্ট্রটি সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আর সিরিজটি মাঠে গড়াবে ওই মাসের শেষ সপ্তাহে টেস্ট ম্যাচ দিয়ে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর নিশ্চিত করেছে ক্রিকেট উইন্ডিজ।
অ্যান্টিগায় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২২-২৬ নভেম্বর। দ্বিতীয় ও শেষ ম্যাচটি গড়াবে জ্যামাইকায় ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর।
সূচি অনুযায়ী সেইন্ট কিটসে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে অনুষ্টিত হবে ৮, ১০ ও ১২ ডিসেম্বর। ওয়ানডে শেষে দু্ই দল সেইন্ট ভিনসেন্টে যাবে টি-টোয়েন্টির উদ্দেশে। ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর সেখানে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।